গ্রীষ্মকাল মানেই সুতির পোশাক। চাঁদিফাটা রোদে আর চ্যাটচ্যাটে ঘাম গায়ে সুতির পোশাকই আরামদায়ক। সেই সুতির পোশাক যদি সাদা বা কোনও হালকা রঙের হয়,তাহলে সেটা আরও আরামদায়ক। সুতির যে পোশাকগুলো পাতলা হয়,সেগুলো যত্নের সঙ্গে রাখতে হয়।