বাড়িতে বসে খাবার খেতে অনেকেই সুইগি,জ্যোমাটো এর উপর ভরসা করেন। কিন্তু অনেক গ্রাহকের অভিযোগ, তারা খাবার ডেলিভারির করার জন্য অতিরিক্ত পরিমাণ কর নিচ্ছে। এবার জ্যোমাটো-সুইগি এর থেকে কম দামে একটি অ্যাপ্লিকেশনে খাবার পাওয়া যাচ্ছে। সেই অ্যাপ্লিকেশনের নাম ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স।