BMW-র ভারত যোগ জানতেন?

বাজাজ পালসার জনপ্রিয় মোটরবাইক। ভারতের বাজার ছাড়াও জগৎজোড়া খ্যাতি এই বাইকের। বাজাজের NS200 আকর্ষণীয় একটি মডেল। ২০১২তে বাজারে আসে এই বাইক। গত ১১ বছর দুরন্ত পারফরমেন্স দিচ্ছে এই স্পোর্টস বাইক। মাস্কুলার এই বাইক অনেক সংস্থার থেকে বাইক অফ দ্য ইয়ার পুরস্কারও পায়।