বীরভূমের দুই আসনে ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। বিজেপি নয়, এখানে তৃণমূলের নিশানায় বাম-কংগ্রেস। এরই মাঝে দানা বাঁধল বিতর্ক। অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে জয় শ্রীরাম পতাকা। শুনলাম বাড়ির লোকের সম্মতিতে ওই পতাকা, বিজেপির সঙ্গেও যোগাযোগ চলছে, দাবি সিপিএম বীরভূম জেলা সম্পাদকের।