কপিল-হুমা-হিনা-রণবীরের পর বেটিং অ্যাপ দুর্নীতিতে নাম শ্রদ্ধার

মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে আরও এক বলিউড তারকার নাম সংযোজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার সমন পাঠাল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ইডির তরফে সমন পাঠানো হয় শ্রদ্ধা কাপুরকে। এর আগে কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠানো হয়। ওই অ্যাপ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রণবীর কাপুরকেও।