উইক এন্ডে সলমনের রোজগার কত জানেন?

সলমন খানের উইক এন্ডের ইনকাম কত জানেন? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। শুরু হয়েছে এবারের বিগ বস। এই বছর এই রিয়েলিটি শোয়ের সিজন ১৭। এই রিয়েলিটি শো সঞ্চালনা করতে কত পারিশ্রমিক নেন সলমন খান? শোনা যাচ্ছে সুপারস্টার সলমন খান নাকি বিপুল অঙ্কের পারিশ্রমিক পান বিগ বস থেকে।