সরকারি হাসপাতালে বেসরকারি ল্যাব! চলছে জুলুম

সরকারি হাসপাতালের ঘর দখল করে বেসরকারি ল্যাবের বানিয়ে চলছে দালাল রাজ। হাসপাতালে রোগী গেলেই পরিবারের উপর আতঙ্ক ভয় দেখিয়ে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে চলছে রক্ত থেকে মলমূত্র পরীক্ষা। ঘটনাটি রাজ্যের অন্যতম হার্ট স্পেশালিটি নদীয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের।