এ গ্রামে সবারই নিজস্ব প্লেন!

ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ার পার্কের রাস্তাঘাট বেশ চওড়া। আসলে এগুলি রানওয়ে, রাস্তা নয়। এই রাস্তা দিয়ে এই গ্রামের বাসিন্দারা নিজেদের এয়ারক্র্যাফট রানওয়ের কাছে নিয়ে যান। এখানে সবার বাড়ি লাগোয়া এক বা একাধিক বিমান রাখার হ্যাঙ্গার। প্রত্যেকের বাড়িতেই ব্যক্তিগত বিমান। গ্রামের অধিকাংশ মানুষই পাইলট।