মালিকানাহীন টাকা দিচ্ছে আরবিআই

মালিকানাহীন টাকা দিচ্ছে আরবিআই। দাবিহীন আমানত ক্রমবর্ধমান। এই প্রবণতায় লাগাম টানতে চলেছে আরবিআই। সম্প্রতি আরবিআই চালু করেছে উদ্গম UDGAM নামক একটি পোর্টাল। আনক্লেমড ডিপোজিট গেটওয়ে টু অ্যাকসেস ইনফরমেশন।