সস্তার বিমানে বিদেশে পাড়ি

এবার কম বিমান ভাড়ায়, সরাসরি ফ্লাইটে মালয়েশিয়া ও আবুধাবি ভ্রমণ। বিমান ভাড়া বেড়ে যাওয়ায় অনেকেই বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করেন। এখন কিছু রুটে সরাসরি ফ্লাইটের ভাড়া কমেছে। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া ও আবুধাবি। বেঙ্গালুরু থেকে মিউনিখ পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করেছে লুফথানসা এয়ারলাইন।