বিগত বেশ কিছু দিন ধরেই রটেছে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার
বিগত বেশ কিছু দিন ধরেই রটেছে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার। রটেছে অর্জুন মন দিয়েছেন কুশা কাপিলাকে। এ নিয়ে যখন চলছে আলোচন তখন রবিবার একসঙ্গে লাঞ্চ ডেটে গেলেন এই জুটি। এরই পাশাপাশি যাবতীয় গুঞ্জনের করলেন 'দি এন্ড'।