এক জেলাশাসকের অদম্য কাহিনী

আমার মা কোনোদিন স্কুলে যায়নি। আমিও কোনোদিন কলেজে পড়িনি। কিন্তু আজ আমি IAS। কিভাবে তিনি এই অসাধ্য সাধন করলেন আগামীর IAS, IPS দের স্যানসেটাইজেশন ওয়ার্কশপে এসে নিজের জীবনের সেই গোপন কথা অকপটে জানিয়ে গেলেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন।