ডুয়ার্স দিশা প্রকল্পে আলিপুরদুয়ার জেলায় ছয় স্মার্ট লাইব্রেরি

ডুয়ার্সর চা বাগান সহ বিভিন্ন এলাকায় থাকা পুরোনো লাইব্রেরি গুলো কে নতুন করে সংস্কার করে স্মার্ট লাইব্রেরির রূপ দিল জেলা প্রশাসন। আর এই প্রকল্পের হত ধরে প্রথাগত লাইব্রেরির ধ্যান ধারণাই একেবারে বদলে গিয়ে নতুন রূপে ধরা দিল জেলাবাসীর কাছে। এখানে এখন শুধু বই পড়াই নয়, সঙ্গে থাকছে আরো অনেক আধুনিক পঠন পাঠন ব্যবস্থা।