মজে মুজ বিজয়ার আড্ডা

এবার পুজোয় বিজয়া দশমীতে বাড়িতে তৈরি করুন মুজ। ঝটপট কীভাবে বানাবেন মুজ। চকোলেট মুজ তৈরি করার জন্য ২০০ গ্রাম ডার্ক চকোলেট গ্রেট করে বা গুঁড়ো করে নিন। একটি কড়াইয়ে জল গরম করে তার ওপর একটি স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের ওপর একটি বাটিতে দিন চকোলেট গুঁড়ো। চামচ দিয়ে নাড়তে থাকুন, চকোলেট পুরোপুরি তরল হয়ে যাবে। ওই তরল চকোলেটে মেশান কফি।