সূর্যকে গিলে খাবে এই ব্ল্যাক হোল

নাসার হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপ তাক লাগানো ছবি তুলে চমকে দিচ্ছে বিশ্ব বাসীদের। এবার ওই স্পেস টেলিস্কোপ তুলে আনল এক ছায়াপথের ছবি। ভারগো ক্লাস্টারের দক্ষিণে ২৮ মিলিয়ন আলোকবর্ষ দূরে এই ছায়াপথ।