৩০ বছর আগে রিলিজ করে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’। সেই ছবির গান 'চোলিকে পিছে ক্যায়া হ্যায়' রাতারাতি হয়ে ওঠে ভিলেন। ১৯৯৩ এ রীতিমতো অশ্লীল তকমা লাগিয়ে দেওয়া হয় ওই গানের গায়ে।