কপিল শর্মার শোয়ে কী হয় জানেন? দীপিকা পাড়ুকোন বা কিয়ারা আডবাণী সেই শো’য়ে হাজির হলে দেখা যায় তাঁদের সঙ্গে খোলাখুলি ফ্লার্ট করছেন কপিল। অনেকেই বিরক্ত হন, আবার অনেকেই বেশ উপভোগও করেন তাঁর এই ফ্লার্ট। এবার কপিল জানালেন, এ সবই নাকি তিনি করেন সংশ্লিষ্ট চ্যানেলের নির্দেশে।