সময় বেশ খারাপ যাচ্ছে পৃথ্বী শ-এর। ব্যাটে রান নেই,মাঠে তেমন কোনও পারফরম্যান্স নেই। মাঠের বাইরে একের পর এক বিতর্কে জেরবার পৃথ্বী শ। ২০২৩এর প্রথম দিকে ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিলের সঙ্গে ঝামেলায় জড়ান পৃথ্বী। স্বপ্না গিল নিগ্রহ ও শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ আনেন পৃথ্বীর বিরুদ্ধে। এবার সঙ্গ ছাড়লেন পৃথ্বীর বান্ধবী নিধি তাপাড়িয়া।