এক সময়ের হিট জুটি সলমন খান ও ঐশ্বর্য রাই। 'হাম দিল দে চুকে সনম'এ ঐশ্বর্য ও সলমনের রসায়ন ভোলার নয়। রিল থেকে রিয়েল লাইফেও তখন সেই রসায়ন ছড়িয়ে পড়ে। সলমন ঐশ্বর্যর প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত। অনেক পরিচালকই দুই স্টারকে একসঙ্গে পর্দায় কাস্ট করতে চান। স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় অ্যাশের সঙ্গে ছবি করেননি ভাইজান।