‘দিল তো পাগল হ্যায়’, ‘হে বেবি’র পর আর একে-অপরের সঙ্গে কাজ করেননি শাহরুখ খান এবং অক্ষয় কুমার। কারণ জানিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, "আমরা দু'জনে বিপরীত মেরুর মানুষ। আমি ঘুমতে যাই যখন, অক্ষয় ওঠে তখন। ওর দিন শুরু হয় অনেক আগে। আমি যখন কাজ করতে শুরু করি অক্ষয়ের প্যাকআপ হয়ে যায়। তাই নিশ্চিত জানি, আমাদের সেটে কখনও দেখাই হবে না। ফলে কাজ করাও হবে না।"