উদ্ভাবন হল, সাইকেলের বর্গাকার চাকার। এখন এমনই এক সাইকেল বাজারে এসেছে। বৃত্তাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকায় চলছে এই সাইকেল। সের্গি গর্ডিয়েভ নামের এক ইঞ্জিনিয়ার এই সাইকেলটি তৈরি করেছেন। তিনি পরিচিত তাঁর ইউটিউব চ্যানেল Q-র জন্য। সেখানে নানাবিধ উদ্ভাবনী এবং প্রযুক্তি সংক্রান্ত ভিডিয়ো শেয়ার করা হয়।