ইউরোপিয়ান ফুটবলে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত কিংবদন্তিরা এতদিন আর্থিক আতিশয্যে ভাসতেন। সেই ছবি এখন অতীত। সৌদি প্রো লিগের বাড়বাড়ন্তে ইউরোপিয়ান ফুটবলাররা এখন সামনের সারিতে। মেসি, রোনাল্ডো ইউরোপিয়ান ফুটবলে না থাকায় হ্যারিকেন এমবাপেদের চুক্তির অঙ্ক অনেকটাই বেড়ে গেছে।