ট্রাম্পের ঘোষণার পরই লাফিয়ে উঠল শেয়ারের দাম, ৪৭০ পয়েন্ট উঠল ফার্মা সূচক!

ট্রাম্পের ঘোষণার পর আজ ভারতের বাজার বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। নিফটি ৫০ ও সেনসেক্সের মতো ভারতের দুই বেঞ্চমার্ক সূচক আজ পড়েছে খুবই সামান্য।