লোপামুদ্রা গানে। গিটারে জয়। সুরের এই যুগলবন্দী জীবনেও আসে। তারপর একসঙ্গে পথচলা । কিন্তু একসঙ্গে একমঞ্চে অনেকদিন আর হয় না। কিন্তু পুরনো জায়গায় এলে সেই পুরোনো পথচলা ফিরে আসে বোধহয়। জগৎ মুখার্জি পার্কের বিলম্বিত বিজয়া জলসায় আবার সুরের দুই ভ্যালেন্টাইন একসঙ্গে।