স্বাধীনতার পর দেশভাগের কাঁটা-তার, খাদ্যসঙ্কট আর বিপুল দারিদ্রকে সঙ্গী করে শুরু হয়েছিল ভারতীয় গণতন্ত্রের পথ চলা। বি আর অম্বেডকর থেকে শুরু করে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন এই গণতন্ত্রের ভবিষ্যৎ এবং নিরক্ষর মানুষের সার্বিক ভোটাধিকার নিয়ে। কিন্তু অটল ছিলেন জওহরলাল নেহেরু।