গাছও কাঁদে হাউ-হাউ করে!

কখনও কি গাছ কাটার আগে,পাতা ছিঁড়ে নেওয়ার আগে ভেবেছেন,গাছেরও যে প্রাণ আছে। প্রাণ যদি থাকে,তাহলে এই আঘাত,অত্যাচারে কোনও সাড়াশব্দ করে না কেন? কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন,গাছপালা নীরব নয়। গবেষণায় বলা হয়েছে, সমস্ত গাছপালা বিভিন্ন ধরনের শব্দ করে।