কাজুবাদাম চিকেন

মাংসের পদে নানান রকম এক্সপেরিমেন্ট করতে অনেকেই পছন্দ করেন। চিকেন সহজেই রান্না হয়ে যায় এবং বিভিন্ন স্বাদে দিব্যি মানিয়ে যায়। ছুটির দিনে বাড়িতে বানাতে পারেন কাজু চিকেন। কাজুবাদামের স্বাস্থ্যগুন ভরা এই চিকেনের পদটি। কাজু চিকেন রান্নার পদ্ধতিও বেশ সহজ। হাতে সময় কম থাকলেও বানাতে পারেন এই পদ। কিভাবে রান্না করবেন?