নাগা সামান্থার বিয়ে জোড়া লাগছে?

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর সম্পর্ক ভেঙে যায় ২০২১ এ। তারপর দুজনে আলাদা আলাদা থেকেছেন এতদিন। বিচ্ছেদের পর নিজের প্রোফাইল থেকে চে বা চৈতন্যর সব ছবি মুছে দেন সামান্থা রুথ প্রভু। বিয়ের সব ছবিও উধাও করে দেন সামান্থা।