লতা হতে চাননি লতা

নাম গুম জায়গা, চেহেরা ইয়ে বদল জায়গা, মেরে আওয়াজ হি পেহচান হ্যায়, গর ইয়াদ রহে'। 'ওয়াক্ত কি সিতম কম হাসি নেহি, আজ হ্যায় ইঁয়াহা কাল কহিঁ নেহি'। ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের বহুশ্রুত গানের লাইন। লতার ৯৪তম জন্মদিন উদযাপিত হল ২৮ সেপ্টেম্বর। করোনায় প্রয়াত এই প্রখ্যাত সংগীত শিল্পীকে জাভেদ আখতার একবার প্রশ্ন করেন।