হঠাৎ কী হল মিঠুনের? মন খারাপের খবর জানালেন পুত্র

'জিমি' ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। কিন্তু সেই ছবি হিট হয়নি। ছেলের ছবি ফ্লপ হতেই দুঃখে ভেঙে পড়েন মিঠুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ে পরিবারের সকলের মানসিক অবস্থার কথাই শেয়ার করেছেন মহাক্ষয়।