সদ্য মুক্তি পেয়েছে 'সাবাশ ফেলুদা'। তবে সিরিজ়ের ট্রেলার মুক্তির পরই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললেন অভিনেতা। জানালেন, দর্শকের মতামতই শেষ কথা। তবে সবাইকেই তাঁর অনুরোধ, 'একবার দেখুন, দেখে যাই বলবেন, তাই মেনে নেব। নতুন প্রজন্মের কাছে ফেলুদাকে পৌঁছে দিতেই এই প্রয়াস।'