একই ফ্রেমে অর্ধেক দিন অর্ধেক রাত

ইকুইনক্স একটি ল্যাটিন শব্দ। 'ইকুই' মানে সমান, আর 'নক্স' মানে নাইট বা রাত। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে একটি ছবি। ওই ছবিতে পৃথিবীর অর্ধেক অংশের রোদ ঝলমলে দিন এবং বাকি অর্ধেকে রাত। এরকম এক বিরল দৃশ্য, এক অপূর্ব ফ্রেম দেখে মুগ্ধ নেটিজেনরা।