ঠিকঠাক রেসিপি মেনে মশলা পাতি ব্যবহার করে আমরা রান্না করে থাকি। রান্নার সময়ে বাসনপত্র ঠিক ভাবে ব্যবহার না করলে তার থেকেও হতে পারে নানান সমস্যা। চটজলদি রান্না ও স্বাস্থ্য সচেতন রান্নার জন্য অনেকেই প্রেশার কুকার ব্যবহার করেন। কিন্তু প্রেশার কুকার ঠিকঠাক ভাবে ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে।