দেখে নিন বিশ্বের প্রাচীনতম হোটেলটি!

বাইরে কোথাও ঘুরতে গেলে অনেকেই হোটেলে থাকেন। অনেক পৃথিবীর নানা প্রান্তে অনেক হোটেল রয়েছে। কিন্তু পৃথিবীর সবথেকে পুরনো হোটেল কোনটা জানেন? জাপানে আছে প্রাচীনতম হোটেল। এই হোটেরটির নাম নিশিয়ামা ওনসেন কিয়ুনকান।