কেন বাজার পড়ল পছন্দের এসির

এই মুহূর্তে বাজারের সেরা এসির ব্র্যান্ড কোনটা জানেন? হিতাচি নাকি লয়েড? সাম্প্রতিক একটি গবেষণার তথ্য বলছে ভারতের বাজারে সেরা এসির নাম। এক নম্বরে টাটার ভোল্টাস। দুইয়ে এলজি। তিন নম্বর স্থানে হ্যাভেলস। চারে লয়েড। পাঁচে দাইকিন।