নন্দ উৎসবে মাতলো বৈকন্ঠপুর রাজবাড়ী। জন্মাষ্টমীর পূজোর পাশাপাশি দুর্গা পূজোর কাঠামো পূজো এবং নন্দ উৎসব অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ীতে। এদিন দধি কাদো খেলা হয়। তারপর দধি কাদো খেলার মাটি সংগ্রহের মধ্যে দিয়ে দুর্গাপ্রতিমা গড়ার কাজ শুরু হয় বৈকন্ঠপুর রাজবাড়ীতে রাজাও নেই।