পেট্রল পাম্পে দুষ্কৃতি হানা, দেখুন সিসিটিভি ফুটেজ

বুধবারের পর এবার বৃহস্পতিবার। ফের গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য। এবার ঘটনাস্থল আসানসোলের সালানপুর। আজ বিকেল পৌনে চারটা নাগাদ একটি স্কুটিতে তিন যুবক একটি পেট্রল পাম্পে তেল ভরাতে আসে। তারা ঐ পাম্পের এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলে। তেল দেওয়া শেষ হতেই এক যুবক তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ঐ মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ।