নিজের ব্যক্তিগত সম্পর্কের জীবন আড়ালে রাখেন শ্রদ্ধা কাপুর। ৩৫এও হট অ্যান্ড হ্যাপেনিং শ্রদ্ধাকে দেখে মনে হয় বয়স যেন ১৬। বলিউডে প্রেমের খবর চাপা থাকা থাকে না। সূত্রের খবর পুরনো সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার। সাম্প্রতিক খবর চিত্রনাট্য লেখক রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর।