২ চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ মৃত এক, আহত এক। বসিরহাটের মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাসন্তী হাইওয়ের (রাজ্য সড়ক ৩এ) ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বাসন্তী হাইওয়েতে মালঞ্চ থেকে ঘটকপুকুরগামী একটি আরটিকা গাড়ির সঙ্গে একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। মিনাখা়ঁ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ঘটনায় গুরুতর আহত হয়।