শীত পড়তেই মাটির গাড়ির দাপট বেড়ে চলেছে ভাঙড়ে। Bhangar News: পুলিশের সামনে দিয়েই চলছে মাটির ডাম্পার। তা থেকে ঘটছে দুর্ঘটনাও। সন্ধ্যা নামতেই মাটি ভর্তি ডাম্পার দাপিয়ে বেড়াচ্ছে বাসন্তী হাইওয়ে সহ ভাঙড়ের বিভিন্ন রাস্তায়। এমনকি PWD লেখা গাড়ি (ডাম্পার) বোঝাই করে চলছে রমরমা এই বেআইনি কারবার।