মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুধু সময়ের অপেক্ষা
বিপদের সময় ভারতীয় সেনা মলদ্বীপকে সাহায্য করেছিল। না হলে শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী তছনছ করে দিত মলদ্বীপের মত ছোট দ্বীপ রাষ্ট্র। । কিন্তু সেই উপকার মনে রাখেননি মলদ্বীপের নয়া প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।