মানসিক চাপ হলে পেটের সমস্যা বাড়ে। নরওয়ের একটি গবেষণা জানাচ্ছে মানুষের অন্ত্রের ১৩২টি জিনোম অন্ত্রের রোগ ছাড়াও মনোরোগ ঘটায়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে গবেষণায় উঠে আসে এই তথ্য। আরও বেশ কটি পেটের রোগের সঙ্গে মনোরোগ ঘটায় এমন যোগ পাওয়া গেছে। এর নেপথ্যে আছে গাট ব্রেন অ্যাক্সিসের গোলমাল।