সূর্যের গায়ে দাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। এই বছরের জুন মাসে সূর্যের গায়ে সব থেকে বেশি দাগ দেখা গেছে । সূর্যের গায়ের এই দাগ নিয়ে NOAA-এ তথ্য প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, ১৬৩ টি দাগ আছে সূর্যের গায়ে।