সকলের চোখের মণি সৌমিতৃষা কুন্ডু এবার সমালোচনার মুখে। নেপথ্যে তাঁর সাম্প্রতিক কিছু পোশাক। হলুদ রঙা শাড়ি পরে ছবি দিয়েছিলেন নায়িকা। বিভাজিকার আভাস পেতেই তাঁকে লক্ষ্য করে এল কটূক্তি। তাঁকে প্রশ্ন, "আগে বাচ্চাদের মতো লাগত, হঠাৎ বড় হয়ে গেলে কী করে? নিজের শরীরে কি কিছু করিয়েছ?" যদিও সৌমিতৃষা এ নিয়ে নীরব।