নয়া অর্থবর্ষের প্রথম দিনেই ধাক্কা খেল বাজার, হুড়মুড়িয়ে পড়ল নিফটি-সেনসেক্স

আজ পড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ৭৩৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক। ৬৭১ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ৪৪২ পয়েন্ট। ৯০৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক।