পুরনো সিম কার্ড ফেলে দিলে বাড়বে বিপদ!

অনেকে একটি নতুন সিম পেয়ে, পুরনো সিম কার্ডটি ফেলে দেন। কিন্তু ফেলে দেওয়ার আগে কি সেটিকে বন্ধ করেন? যে কোনও সিম কার্ড বন্ধ না করে ফেলে দেওয়া উচিত নয়।