আবাস যোজনা ঘিরে কেশপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অঞ্চল সভাপতির অনুগামী না হওয়ায় নাম বাদ পড়েছে আবাসের সর্বশেষ তালিকা থেকে, অভিযোগ তুলে পঞ্চায়েত অফিস ঘেরাও শাসকদলেরই একাংশের। অভিযোগ ভিত্তিহীন, দাবি কেশপুরের অঞ্চল ব্লক সভাপতির।