১৯৭৫, ১৫ অগাস্ট রমেশ সিপ্পি পরিচালনায় তৈরি হয় ‘শোলে’ ছবিটি । ‘শোলে’ ছবিতে জনপ্রিয়তা পায় ‘গব্বর সিংহ’ চরিত্রটি। রমেশ সিপ্পি জানান, প্রথমে বাসন্তীর চরিত্রে অভিনয়ের জন্য হেমা মালিনী রাজি ছিলেন না। কারণ বাসন্তীর চরিত্রটি স্বল্প সময়ের ছিল। তারপর সিপ্পি হেমাকে চরিত্রটির বিষয়ে ভাল করে বোঝান।