সময়টা বিশেষ ভাল যাচ্ছে না সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের। কিছু দিন আগেই মা সেরিব্র্যালে আক্রান্ত হয়েছিলেন। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ও ছিলেন অসুস্থ। এবার ফের একবার সন্তানহারা হলেন তিনি। সন্তান অর্থাৎ তাঁর পোষ্য। পোষ্য বাঁটুলের ছবি শেয়ার করে তিনি লেখেন, "বাবা তোমায় খুব ভালবাসে। পারলে ফিরে এসো।" এর আগে আর এক পোষ্য ভানুকেও হারান সুদীপা।