দূষিত জল পান করছেন আমেরিকানরা

২ কোটি ৬০ লক্ষ মানুষ পান করছেন দূষিত জল। প্রতি ১০টি পানীয় জলের উৎসের মধ্যে ১ টি ভরে গেছে দূষকে। ছবিটা কোনও তৃতীয় বিশ্বের দেশের নয়। বিশ্বের উন্নত দেশ আমেরিকার ছবি। ২০০০টি পানীয় জলের উৎসে এই সমীক্ষা চালিয়েছে ইপিএ। এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির একটি রিপোর্টে এমনই দাবি।